সিলেটটুডে ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৮ ২৩:০৮

বঙ্গবন্ধুর স্মৃতি ও উত্তরাধিকারকে এগিয়ে নেব: মার্কিন রাষ্ট্রদূত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার।

বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ফেসবুক পেজে সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদনের ছবি ও তথ্য প্রকাশ করেছে।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর আর্ল মিলার বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করব এবং এই স্মৃতি ও উত্তরাধিকারকে এগিয়ে নেব।’

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলার গত বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র জমা দেন। ওই দিনই তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখার পর পরিদর্শক বইতে স্বাক্ষর করেন তিনি।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা সফরের সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। জন কেরির বঙ্গবন্ধু জাদুঘরে যাওয়াটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাত্রা হিসেবে বিবেচনা করেন বাংলাদেশের কূটনীতিকেরা। কারণ একাত্তরের মুক্তিযুদ্ধে তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের নেতৃত্বে দেশটির সরকার সরাসরি বাংলাদেশের বিরোধিতা করেছিল।

আপনার মন্তব্য

আলোচিত