সিলেটটুডে ডেস্ক

২৪ জানুয়ারি, ২০১৯ ২৩:৪৫

নির্বাচনে যাচ্ছে না বিএনপি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিএনপির রাজনৈতিক কার্যালয় গুলশানে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা এ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

মির্জা ফখরুল বলেন,  বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত গত নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফল ঘটেনি। নির্বাচনও সুষ্ঠু হয়নি।

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে আমরা ডিএনসিসির উপনির্বাচনে যাব না। এমনকি আসন্ন উপজেলা নির্বাচনেও যাব না।

বৈঠকে জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচন ও গাইবান্ধা-৩ আসনের ভোটেও অংশ না নেয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত