সিলেটটুডে ডেস্ক

০৭ আগস্ট, ২০১৫ ১৪:২৩

এবার ব্লগার নিলয় নীলকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা

এবার  নিলয় নীল নামক মুক্তমনা এক ব্লগারকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে নিলয় নীলের খিলগাঁও ১৬৭ গোড়ানের বাসায় ঢুকে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

নিলয় নীল মুক্তমনা, নবযুগ ও ইস্টিশন ব্লগে লেখালেখির পাশাপাশি ফেসবুকেও সক্রিয় ছিলেন এবং তিনি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জঙ্গি মৌলবাদীরা এ হত্যাকান্ড ঘটাতে পারে। নিলয় নীল দীর্ঘদিন ধরে ফেসবুকে হত্যার হুমকি পেয়ে আসছিলন।

মহানগর পুলিশের (ডিএমপি)‍ ওসি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিবেশী বিভিন্ন লোকজন বলছেন নিলয় ব্লগে লেখালেখি করতেন তবে আমরা বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত নই। বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ৪-৫জন ছেলে বাসা দেখার নাম করে তার বাসায় আসে। তারপর কুপিয়ে মেরে রেখে চলে যায়।

নিলয় নীল গণজাগরণ মঞ্চের একজন কর্মী ছিলেন। তাছাড়া বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনেও সক্রিয় ছিলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত