সিলেটটুডে ডেস্ক

২৫ মার্চ, ২০১৯ ১৬:০৪

১ এপ্রিল থেকে সব কোচিং সেন্টার বন্ধ

এইচএসসি পরীক্ষা

১ এপ্রিল থেকে ৬ মে সারা দেশে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৫ মার্চ) শিক্ষামন্ত্রী দীপু মনি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানান।

১ এপ্রিল থেকেই সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে এবার, যাতে অংশ নেবে ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী।

প্রশ্ন ফাঁস ঠেকাতে চলতি বছর এসএসসি পরীক্ষার সময়ও এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার।

আপনার মন্তব্য

আলোচিত