সিলেটটুডে ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৯ ১২:২০

ছাত্র ইউনিয়নের নতুন কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে সংগঠনটির ৫ নেতাকর্মী আহত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৯তম জাতীয় কাউন্সিল অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

সোমবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাত্র ইউনিয়ন ঢাকা কলেজ সংসদের সভাপতি জুবায়ের প্রধান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন, দপ্তর সম্পাদক প্রভাত কায়সার, ঢাকা জেলা সংসদের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম ও রাজশাহী জেলার সভাপতি প্রান্ত প্রতীম পান্ডে।

ছাত্র ইউনিয়ন নেতাকর্মীরা জানান, আহতদের সাভারের রাবেয়া ক্লিনিকে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত জুবায়ের প্রধানকে সন্ধ্যায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন।     

২৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের ৩৯তম জাতীয় সম্মেলন শুরু হয়। ২৭ ও ২৮ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাউন্সিল অধিবেশন বসে। সারাদেশের ৩৫০ জন কাউন্সিলর এতে অংশ নেন।    

ছাত্র ইউনিয়ন নেতারা জানান, সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে কাউন্সিল অধিবেশন চলাকালে বিগত কমিটি নতুন কমিটি গঠনের জন্য ৪১ সদস্যের নাম প্রস্তাব করে। এ সময় কাউন্সিলরদের কাছে বিকল্প নাম থাকলে তা চাওয়া হয়। কাউন্সিলরদের একটি পক্ষ ১৯ জনের নাম প্রস্তাব করে।

ছাত্র ইউনিয়নের এক পক্ষের নেতাদের অভিযোগ, কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে প্রস্তাবিত ওই ৪১ জনকে নিয়েই নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মেহেদী হাসান নোবেলকে সভাপতি এবং অনিক রায়কে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটি ঘোষণার পরপরই কাউন্সিলরদের একাংশ বিক্ষোভ শুরু করেন। তারা স্লোগান দিতে থাকে। এরপর তারা কাউন্সিল কক্ষ ত্যাগ করতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে ১০-১২ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালান বলে আহতরা অভিযোগ করেছেন।

আহত জুবায়ের প্রধান বলেন, ‘অদৃশ্য নির্দেশে নতুন কমিটি গঠন করা হয়েছে। ছাত্র ইউনিয়নের গঠনতন্ত্র মানা হয়নি। নেতাকর্মীদের মতামত উপেক্ষা করা হয়েছে। গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের প্রতিবাদ করতে গেলে আমাদের ওপর হামলা হয়েছে। আমার রক্তের ওপর দিয়ে নতুন কমিটি শপথ নিয়েছে। আমরা এর বিচার চাই।’

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী বলেন, ‘হামলার অভিযোগ অমূলক। আমরা নতুন কমিটির কাছে তদন্ত কমিটি গঠনের দাবি জানাই। তদন্তে দোষী প্রমাণিত হলে যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তা মেনে নেব।’

মারামারির বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, ‘মারামারির কোনও ঘটনা ঘটেনি। ভুল বোঝাবুঝি থেকে এমনটা হয়েছে। সর্বসম্মতি ক্রমেই কমিটি গঠন করা হয়েছে।’

এ বিষয়ে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘মারামারির অভিযোগ ভিত্তিহীন। কমিটি গঠন হলে অনেকেরই মন খারাপ থাকে। তারা কাউন্সিল কক্ষ ত্যাগ করতে হলে তাদের থামানো হয়েছে। ছাত্র ইউনিয়নে কোনও গ্রুপিং নেই।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, ‘মারামারির কোনও খবর আমাদের কাছে ছিল না। যদি কেউ অভিযোগ দায়ের করে তবে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে জড়িত।’

আপনার মন্তব্য

আলোচিত