সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৪৫

অভিজিৎ-অনন্ত হত্যা: ‘আনসারুল্লাহ প্রধান’সহ তিন জঙ্গি গ্রেপ্তার

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের ‘বর্তমান প্রধান’ মো. আবুল বাশারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাজধানীর ফকিরাপুল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান।

গ্রেপ্তার অপর দুইজন হলেন- নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের গণমাধ্যম শাখার সদস্য জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসান।

গত ২৬ ফেব্রুয়ারি বইমেলার বাইরে টিএসসি এলাকায় লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। আর গত ১২ মে সিলেটের সুবিদবাজার এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একইভাবে খুন হন ব্লগার ও সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাশ।

এ দুই হত্যাকাণ্ডে আনসারুল্লাহ বাংলা টিম জড়িত থাকতে পারে বলে শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিল আইন-শৃঙ্খলা বাহিনী।

র‌্যাবের দাবি, গত ফেব্রুয়ারিতে ঢাকায় একুশে বই মেলায় ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে মোট পাঁচ জনের একটি দল অংশ নিয়েছিল এবং আড়াই মাস পর তারাই সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাসকে হত্যা করে।

এই দলের সদস্য সন্দেহে তৌহিদুর রহমান, আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, জাকিরুল প্রকাশ ও সাদেক আলিম মিঠু নামের পাঁচজনকে গ্রেপ্তার করে তাদের দুই মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদের মধ্যে তৌহিদুর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, যাকে হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী বলছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মন্তব্য

আলোচিত