সিলেটটুডে ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০১৫ ০২:৪৯

ঈদে বাসের আগাম টিকিট বিক্রি আজ থেকে শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে শুক্রবার সকালে।

তবে সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর)। এর একদিন আগে মঙ্গলবার থেকে পাওয়া যাবে ট্রেনের আগাম টিকিট এবং ট্রেনের ঈদ স্পেশাল সার্ভিস শুরু হবে ১৯ সেপ্টেম্বর।

আর লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর ও বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হবে ২২ সেপ্টেম্বর।

প্রতিবছরই ঈদের ১৫ দিন আগে শুরু হয় বাসের আগাম টিকিট বিক্রি। এবারও একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

পরিবহন মালিকদের সংগঠন সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে।

সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার সকাল থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা থেকে যাত্রার টিকিট দেওয়া হবে।

তবে এবারও অন্য বছরের মতো ঢাকার পাশের জেলাগুলোর টিকিট আগাম বিক্রি করা হবে না। মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার টিকিট পাওয়া যাবে বাস ছাড়ার আগে যেকোনো সময়।

এছাড়া বৃহত্তর সিলেট, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর নোয়াখালী, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলোর আগাম টিকিট পাওয়া যাবে বাস কোম্পানিগুলোর কাউন্টার থেকে।

আপনার মন্তব্য

আলোচিত