সিলেটটুডে ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০১৯ ১০:০৩

ডিসেম্বরের শেষের দিকে আরেকটি শৈত্যপ্রবাহ

চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে নতুন আরেকটি শৈত্যপ্রবাহ আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার রাতে বা বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি শেষে নতুন সপ্তাহে মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহ আসবে এমন পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বুধবার রাতে বা বৃহস্পতিবার থেকে বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি শেষে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। ফলে শীতের প্রকোপ দেখা দেবে। আগামী রোববার নাগাদ আরেকটি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের গত ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আগামী পাঁচদিন রাতের তাপমাত্রা কমতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত