সিলেটটুডে ডেস্ক

০২ জানুয়ারি, ২০২০ ১৮:৫৬

অর্থমন্ত্রীর বাসায় অর্থ চুরি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাসায় অর্থ চুরির ঘটনা ঘটেছে। গত ৩১ ডিসেম্বর গুলশান থানায় এই চুরির ঘটনায় মামলা মামলা করেছেন লোটাস কামাল গ্রুপ অব কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, ১৩ ডিসেম্বর অর্থমন্ত্রীর গুলশান-২-এর ১০৩ নম্বর সড়কের বাসায় চুরির ঘটনা ঘটে। তার বাসার গৃহকর্মী সালমা বেগম ঘরের আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে গেছেন।

এ ঘটনায় সালমা বেগমকে আসামি করে গুলশান থানায় মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

২০ দিন আগে চুরির ঘটনা ঘটলেও অভিযুক্ত সালমা বেগমকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, সালমা বেগমের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সালমা বেগমের গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর অর্থমন্ত্রীর বাসায় কাজ শুরু করেন। ওই বাসায় আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা নিয়ে গত ১৩ ডিসেম্বর পালিয়ে যান তিনি। এরপর থেকে সালমা বেগমের মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত