সিলেটটুডে ডেস্ক

২৩ মার্চ, ২০২০ ১৫:১৮

এখনো আমাদের পিপিই অতটা দরকার নেই: স্বাস্থ্যমন্ত্রী

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তারের সময়ে পেশাগত কাজে রোগীদের সঙ্গে থাকা ডাক্তারদের সুরক্ষা পোশাক নিয়ে আলোচনার সময়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ‘এখনো পিপিই অতটা দরকার নেই’।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এমন মন্তব্য করেন।

পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সংকট বিষয়ক এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এখনো পিপিই অতটা দরকার নেই।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনে যখন করোনাভাইরাস ধরা পড়েছিল, তখন তাদের কাছেও পিপিই ছিল না। এখনো আমাদের পিপিই অতটা দরকার নেই।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের আগে থেকেই প্রস্তুতি ছিল বলেই ২০ হাজার মানুষকে কোয়ারেন্টিন করেছি।’

এদিকে, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা ঘরে থাকুন। আপনাদের কারণে নতুন করে কেউ যেন সংক্রমিত না হয় সেই ব্যাপারে সচেতন হোন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় আপনাদের যা যা লাগবে সব দেওয়া হবে। প্রয়োজনে চিকিৎসা বাসাতেই হবে এমনকি খাবার-দাবারের ব্যবস্থাও আমরা করে দেব।

মন্ত্রী বলেন, ‘বিদেশ ফেরতরা তো কোয়ারেন্টিনে থাকতে চাইছে না। এই মনোভাব পরিহার করতে হবে। তারা পালিয়ে বেড়াচ্ছে, জানালা-দরজা দিয়ে দৌড় দিচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা চাই না আমরা অযথা ঘোরাঘুরি করেন। আপনাদের বাড়িতে থাকা প্রয়োজন। এই যে স্কুল বন্ধের দাবি উঠল। আমরা স্কুল বন্ধ করলাম। কিন্তু দেখলাম স্কুল বন্ধ পেয়ে কক্সবাজার, চট্টগ্রামে ঘুরতে গেছেন। এগুলো করার জন্য তো স্কুল বন্ধ করা হয়নি। এ বিষয়গুলো অভিভাবদের বলা দরকার।’

মন্ত্রী বলেন, ‘আমরা ধর্মীয় অনুষ্ঠান সীমিত করার কথা বলেছি। এরপরও ফেসবুকে নানা কথাবার্তা হচ্ছে। সৌদি আরব, কাতার, ইরান, কুয়েত বন্ধ করেছেন। কিন্তু আমাদের দেশে এখনও বন্ধ হয়নি। ইরানে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়েছে। আপনারা এটি মাথায় রাখবেন, খেয়াল রাখবেন।’

করোনা শনাক্তে ল্যাব স্থাপন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা মেশিন পেয়ে গেছি। ল্যাব স্থাপনের কাজ এগিয়ে চলছে। আশা করি ১০ দিনের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ হবে।’

আপনার মন্তব্য

আলোচিত