সিলেটটুডে ডেস্ক

১৫ নভেম্বর, ২০২০ ১৫:৩৩

হেফাজতের আমির বাবুনগরী, কাসেমী মহাসচিব

হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা জুনায়েদ বাবুনগরী। সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা নুর হোসাইন কাসেমী।

রোববার চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল মাদ্রাসায় আয়োজিত সম্মেলন থেকে নতুন নেতৃত্ব ঠিক করে কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠন। 

হেফাজতের আমির মাওলানা শাহ আহমেদ শফীর মৃত্যুর পর এই সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে আহমেদ শফীর পুত্র আনাস মাদানীসহ শফী অনুসারীরা অংশ নেননি।

গত ১৭ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমীর শাহ আহমেদ শফী মারা যান। এরপর থেকেই এই পদে নির্বাচন নিয়ে সংগঠনটির দ্বন্দ্ব প্রকাশে আসে। এমনকি গতকাল শনিবার দুই দফায় সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলামের সম্মেলন নিয়ে প্রশ্ন তুলে তা বন্ধের আহ্বান জানান আনাস মাদানীর পক্ষ।

পাশাপাশি আহমদ শাহ শফীর শ্যালক মোহাম্মদ মঈনউদ্দিন অভিযোগ করেন, তাকে (আহমদ শফী) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর ঘটনা তদন্তে বিচারবিভাগীয় তদন্তও দাবি করেন তিনি।

এরআগে জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, নুর হোসাইন কাসেমী ছিলেন ঢাকা মহানগর শাখার আমীর।

আপনার মন্তব্য

আলোচিত