সিলেটটুডে ডেস্ক

০৫ নভেম্বর, ২০১৫ ১৫:২২

অনলাইনে তাকে উদ্ধৃত করে ভুয়া খবর ছড়ানোর প্রতিবাদ সুরঞ্জিতের

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন নামের কয়েকটি ওয়েবসাইটে ‘মসজিদ, মাদ্রাসা ও জঙ্গিবাদ’ নিয়ে একটি অপপ্রচার ছড়িয়ে পড়েছে।

এটি সুরঞ্জিত সেনগুপ্তের দৃষ্টিগোচর হলে তিনি হতবাক ও বিস্মিত হয়ে বলেন ,"এই অপপ্রচার ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও নৈতিকতাবিরোধী।
"

বুধবার সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সচিব এ টি এম মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এক মাসের বেশি সময় ধরে সুরঞ্জিত সেনগুপ্ত অসুস্থ। গত মাসে সিঙ্গাপুরে তাঁর হৃদযন্ত্রে একটি জটিল অস্ত্রোপচার হয়েছে।

এখন তিনি তাঁর নিজ বাড়িতে বিশ্রামে আছেন। এই দীর্ঘ সময়ে তিনি চিকিৎসকের পরামর্শে কথাবার্তা ও ফোনালাপ থেকে বিরত রয়েছেন। এ অবস্থায় গণমাধ্যমে তাঁর কথা বলার প্রশ্নই আসে না।

ধর্মীয় উস্কানিমূলক এসব অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

একই সাথে ভুয়া খবর প্রচারকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করেছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত