সিলেটটুডে ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৫ ১৭:৪৩

প্যারিসে সন্ত্রাসী হামলার বিস্মিত, হতবাক ও ক্ষুদ্ধ : নিন্দা বার্তায় খালেদা

সন্ত্রাসী হামলার বিস্মিত, হতবাক ও ক্ষুদ্ধ উল্লেখ করে ফ্রান্সের রাজধানী প্যারিসের সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সকল ধরনের উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সসহ বিশ্বের শান্তিকামী সকল মানুষের পাশে বিএনপি আছে এবং থাকবো।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় আমি বিস্মিত, হতবাক ও ক্ষুদ্ধ। সন্ত্রাসী এই ঘটনায় কমপক্ষে ১৫৩ জন নিহত হওয়ায় এবং কয়েক শত মানুষের আহত হওয়ার ঘটনার খবরে আমি উদ্বিগ্ন, শোকাহত।’

তিনি এই বর্বরোচিত ও নৃশংস হামলার নিন্দা জানান। এবং এর হোতারা দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি হবে বলেও আশা প্রকাশ করেন। একই সঙ্গে বেগম জিয়া ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত