সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৬ ১১:৩৪

জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রতিষ্ঠার ৩৭তম বাষির্কী পালন করেছে। ১ জানুয়ারি রাতের প্রথম প্রহরে নয়াপল্টনে দলের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দিনটি উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) সকালে দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ্য অর্পণ করে সংগঠনের নেতা-কর্মীরা।

বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ছাত্র সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

এছাড়া সারাদেশের জেলা মহানগর থানা ও পৌরসভায় ছাত্রদলের উদ্যোগে র‌্যালি করবে ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের পরের বছর অর্থাৎ ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটি প্রতিষ্ঠিত হয় । জিয়াউর রহমান যখন বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই তিনি ১লা জানুয়ারী ১৯৭৯ সালে কেন্দ্রীয়ভাবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

আপনার মন্তব্য

আলোচিত