সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৬ ১৫:৩৬

খালেদার ভুলে বিএনপির ভরাডুবি : সুরঞ্জিত

“খালেদা জিয়ার বিকৃত, হঠকারী ও ভুল রাজনীতির কারণেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে।”

শুক্রবার (১ জানুয়ারি) এক আলোচনা সভায় লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত পৌরসভা নির্বাচনে বিএনপির কারণ এভাবেই উল্লেখ করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে।

খালেদার ‘বিভ্রান্ত রাজনীতির’ কারণে বিএনপির সমর্থন ও ভোট দিন দিন ‘কমেছে’ মন্তব্য করে তাকে ‘দেশের বৃহত্তর স্বার্থে’ স্থিতিশীলতা বজায় রেখে ‘গণতান্ত্রিক ও সহনশীলতার’ ধারায় ফেরার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।

“এতে সমর্থনও বাড়বে, ক্ষমতাও আসবে। সুস্থ রাজনীতিতে ফিরে এলে আপনারা সরকার ও প্রশাসনের সমস্ত সহায়তা পাবেন।”

গত বুধবার দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় মনোনয়ন ও মার্কায় যে নির্বাচন হয়েছে সেখানে বেসরকারিভাবে প্রকাশিত ২২৭টি মেয়র পদের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক জিতেছে ১৭৭টিতে; আর বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে ২২টিতে জয় পেয়েছেন।

এই নির্বাচনে খালেদা একা নন, তার ধানের শীষেরও ‘পরাজয় ঘটেছে’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত।

অবশ্য, বিএনপির পক্ষ থেকে এ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ও নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে নি বলে অভিযোগ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত