সিলেটটুডে ডেস্ক

০২ জানুয়ারি, ২০১৬ ২০:০২

জাতীয় পার্টির ইমেজ সঙ্কট রয়েছে, এরশাদের স্বীকারোক্তি

জাতীয় পার্টির ইমেজ সঙ্কট আছে বলে স্বীকার করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।

শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয় পার্টির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য বলেন।

এরশাদ বলেন, জনগণ আমাদের বিরোধীদল মনে করে না। খবরের কাগজগুলোতে বিএনপিকে বিরোধীদল বলা হয়। কারণ, আমাদের ইমেজ সঙ্কট আছে।

এরশাদ আরও বলেন, বিএনপি-আওয়ামী লীগের কথাই কাগজগুলোতে আসে। জাতীয় পার্টির কথা আসে না। সত্যিকারের জনগণের কথা আমরা বলতে পারি না। কারণ, আমরা সরকারের মন্ত্রিসভায়ও আছি, আমি আবার প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের মন্ত্রীরা যদি পদত্যাগ করেন, আর আমি যদি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছেড়ে দিই তাহলে বিরোধীদল হিসেবে জনগণের মাঝে আমাদের একটি আস্থা সৃষ্টি হবে।’

আপনার মন্তব্য

আলোচিত