নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০১৬ ০৯:৪৫

হরতালে সাড়া নেই নাগরিকদের, নাশকতার চেষ্টা শিবিরের

জামায়াতের ডাকা হরতালে সাড়া দেয়নি নগরবাসী। ভোর থেকে সিলেটের বিভিন্ন সড়কে সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা যায়। তবে অন্যান্য দিনের তুলনায় সংখ্যায় কিছুটা কম।

বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করে নাগরিক ব্যস্ততা। খুলতে শুরু করে দোকানপাট। তবে পুলিশের কড়া নজরদারি এড়িয়ে ঝটিকা মিছিল ও একটি সিএনজি অটো রিক্সা ভাংচুর করেছে শিবিরকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৮টার দিকে নগরীর কাজলশাহ এলাকায় ১০ থেকে ১৫ জন শিবির নেতাকর্মী হঠাৎ করে হরতাল-হরতাল স্লোগান দিয়ে মিছিল শুরু হরে। পুলিশ আসার সঙ্গে সঙ্গে তারা মিছিল শেষ করে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে।

কদমতলী বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে গেছে। সিলেট রেলওয়ে স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে ট্রেনগুলোও।

নগরীর নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে পুলিশি টহল। পাশাপাশি টহল দিচ্ছে র‌্যাবও।

উল্লেখ্য, যুদ্ধাপরাধের দায়ে মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

আপনার মন্তব্য

আলোচিত