সিলেটটুডে ডেস্ক

০৭ জুন, ২০২৩ ১০:২৭

ঢাকা-১৭: ফারুকের ছেলে, নায়ক ফেরদৌসসহ নৌকা প্রত্যাশী ২২ জন

আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২২ জন।

মঙ্গলবার (৬ জুন) মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার শেষ দিনে দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন।

গত শনিবার (৩ জুন) দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

প্রয়াত চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে তিনজন চলচ্চিত্র অভিনেতা ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- অভিনেতা ফেরদৌস, সিদ্দিকুর রহমান ও ড্যানি সিডাক।

নায়ক ফারুকের ছেলে রৌশন হোসেন পাঠানও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন মনোনয়ন ফরম নিয়েছেন।

এ ছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মো. নুরুল ইসলাম তামিজি, গুলশান থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মুসা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য মো. আবু সাইদ, যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য হেফজুল বারী মোহাম্মদ ইকবাল, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হাফিজ মল্লিক, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির (প্রস্তাবিত) তাহসিন মাহবুব, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বনানী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাছির, বনানী থানা আওয়ামী লীগের সদস্য লতা নাসির, বাংলাদেশ তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর ইমাম ফরম সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা যান। আগামী ১৭ জুলাই আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত