সিলেটটুডে ডেস্ক

২৯ জুলাই, ২০২৩ ১৩:০২

অবস্থান কর্মসূচি থেকে গণতন্ত্র মঞ্চের ৩ নেতা আটক

রাজধানীর গাবতলীতে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচিতে যোগ দিতে আসা তিনজন নেতাকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ অভিযোগ করেন।

তিনি জানান, ‘গাবতলী মাজার রোডের মুখে গণতন্ত্র মঞ্চের আজকের অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গেলে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং ভাসানী অনুসারী পরিষদের ড. ইউসুফ সেলিমকে আটক করে দারুস সালাম থানায় নিয়ে গেছে। এ ছাড়া নাগরিক ঐক্যের আব্দুর রাজ্জাককেও আটক করেছে পুলিশ।’

এর আগে সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলন জোরদার করতে গতকাল শুক্রবার রাজধানী সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ।

এদিন বিকেল ৪টায় গণতন্ত্র মঞ্চের উদ্যোগে মৎস্য ভবনের সামনে অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন, সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

আপনার মন্তব্য

আলোচিত