সিলেটটুডে ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৩ ২১:১১

সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ আরও সংঘাতের দিকে যাবে, খারাপের দিকে যাবে এবং সংঘাত বাড়তে থাকবে। এখনও তো সংঘাত শুরু হয়নি। আওয়ামী লীগ যেভাবে এগুচ্ছে তাতে তো জনগণ রুখে দাঁড়াবে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে- জনগণই তাদের অধিকার আদায় করবে। দেশের এই জনগণই তো লড়াই করে, যুদ্ধ করে স্বাধীনতা এনেছে। ১৯৯০ সালে এরশাদের সময়ে জনগণ তো লড়াই করে, সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। এখনও জনগণ লড়াই করছে, সংগ্রাম করছে।’

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘তাদের শুভবুদ্ধির উদয় হোক। দেশকে রক্ষার জন্য, মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য, মানুষের অধিকারকে রক্ষা করার জন্য দয়া করে পদত্যাগ করেন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করতে পারে তার ব্যবস্থা করেন।’

মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএমএম নাসির উদ্দিনের সাজার বিষয়ে জুডিশিয়াল ক্যাডার সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি প্রদানের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেছে, এমন বিবৃতি নজিরবিহীন ঘটনা। এটা নিঃসন্দেহে নিরপেক্ষ আচরণের অন্তরায় হয়ে দাঁড়ায়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষণ নিয়ে দেওয়া প্রতিবেদনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়, এটা পরীক্ষিত। পরপর দুটি নির্বাচন অতীতে করেছি। তাদের অধীনে যে কখনও কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না- এ ব্যাপারে কারও সন্দেহ থাকার কথা নয়। ইউরোপীয় ইউনিয়ন উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ টিম সকল দলের সঙ্গে কথা বলেছেন। এখন তারা পরিস্কার করে বলেছেন যে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নাই। এখানে অবজারভার টিম পাঠানোর পরিবেশ নেই।’

আপনার মন্তব্য

আলোচিত