সিলেটটুডে ডেস্ক

১৩ জানুয়ারি, ২০১৬ ১৮:৪৭

মোশাররফ কারামুক্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে তিনি কারাগারের পার্ট-১ থেকে মুক্তি লাভ করেন।

এসময় কারাফটকে মোশাররফ হোসেনের দুই ছেলে ড. খন্দকার মারুফ হোসেন ও খন্দকার মাহবুব হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

মুক্তির পর কারা ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, কতোগুলো মিথ্যা মামলায় তাকে কারাগারে থাকতে হয়েছে। আইনগতভাবেই এসব মামলা মোকাবেলা করা হবে।

কারাগার সূত্রমতে, ২০১৪ সালের ১২ মার্চে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মানি লন্ডারিং মামলায় গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় খন্দকার মোশাররফ হোসেনকে।

পরে ১৬ মার্চ তাকে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এ মামলাসহ তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।

গত ২০১৪ সালের ১৯ আগস্ট হাইকোর্ট থেকে মামলায় জামিন পান। পরে রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে আবেদন করলে ২৭ আগস্ট তার জামিন আদেশ স্থগিত করেন আদালত।

চলতি বছরের ১০ জানুয়ারি তার জামিন বহাল রাখে আপিল বিভাগ। ১২ জানুয়ারি রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। এসব কাগজপত্র যাচাই-বাছাই করে আর কোনো আটকাদেশ না থাকায় বুধবার বিকেল সোয়া ৪টায় তাকে মুক্তি দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত