সিলেটটুডে ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৩ ০৮:৪৬

পিটার হাসকে আইনের আওতায় আনার দাবি কাদের সিদ্দিকীর

ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক তৎপরতার কড়া সমালোচনা করেছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে তার মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘পিটার হাস তিনটা দলকে চিঠি দিয়েছেন সংলাপের জন্য। বাংলাদেশে আর মানুষ নাই? বাংলাদেশে আর দল নাই? তিনিই (পিটার হাস) তো তিনটি দলকে চিঠি দিয়ে দেশকে ভাগ করেছেন, বিভক্ত করেছেন, এটাই তো তার গর্হিত অন্যায়। এজন্যই তো তার শাস্তি পাওয়া উচিত, স্যাংশন পাওয়া উচিত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ছোট দেশ বলে গরিব মানুষের সুন্দরী বউয়ের মতো যে যা খুশি তাই করবে, এটা হতে পারে না। এটা চলতেই পারে না। এই তিনটি দলকে চিঠি দিয়ে অন্যায় করেছে তাই তাকে দেশের সংবিধান অনুযায়ী আইনের আওতায় আনা যেতে পারে।’

নির্বাচন সামনে রেখে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে সম্প্রতি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে (জাপা) চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই চিঠি পাওয়ার পর জাপা চেয়ারম্যান জিএম কাদের এক অনুষ্ঠানে বলেছেন, এই মুহূর্তে নির্বাচনে গেলে মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা রয়েছে। সেই প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা আমেরিকায় বাস করি না, বাংলাদেশে বাস করি। আমেরিকা স্যাংশন দিবে এই ভয়ে আমরা বিয়ে করব না বউ তালাক দিব। মেয়ের বিয়ে হবে না ছেলের বিয়ে করাব না, এটা চিন্তাভাবনা করা উচিত না। এটা জাতীয় পার্টির জিএম কাদের জীবনের একটি শ্রেষ্ঠ ভুল কথা বলেছেন। এটাও বলব, আমেরিকার রাষ্ট্রদূতের বাংলাদেশে এত দৌড়াদৌড়ি ভালো না। এটা তার দেশের ইলেকশন না, ইলেকশন আমাদের দেশের।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আমেরিকার সমর্থন নেওয়া বিএনপিকে মুসলমানের ভোট দেওয়া উচিত না। ইসরায়েল যেভাবে গাজার ওপর অত্যাচার করছে, মুসলমানদের হত্যা করছে, বৃদ্ধ, শিশুকে হত্যা করছে, এই অবস্থায় আমেরিকাকে একটুও ছাড় দেওয়া উচিত না।’

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘তফসিল ঘোষণা হয়েছে এটা নিয়ে অনেকে খুশি না, আমি নিজেও খুশি না। কিন্তু একটি গণতান্ত্রিক দেশে পাঁচ বছর পর পর অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, প্রভাবমুক্ত নির্বাচন হওয়া দরকার। কিন্তু গতবারের মতো ভোটারহীন ভোট হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের, তারচেয়েও বেশি ক্ষতি হবে আমার বোন শেখ হাসিনার।’

এবার নির্বাচনে ৩০০ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা রয়েছে বলেও জানান কাদের সিদ্দিকী।

ভাসানীর মৃত্যুবার্ষিকীর দিনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উচিত এই ভাসানীর মাজার যেন সকলের জন্য উম্মুক্ত থাকে। সকলেই যেন ভাসানী হুজুরের মাজার জিয়ারত করতে পারে।’

এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, ভাসানীর নাতি হাসরত খান ভাসানীসহ কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য

আলোচিত