সিলেটটুডে ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০২৪ ১৮:০৭

‘কিছু বলার নাই’, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আমীর খসরু

ছবি : সংগৃহীত

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “কিছু বলার নাই।”

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে এ বৈঠক।

বৈঠকের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “কিছু বলার নাই। আমাদের ইনভাইট করেছে, আমরা এসেছি, কথাবার্তা বলেছি।”

নির্বাচনের বিষয়ে কোনো কথা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা কিছু বলতে চাই না।”

বৈঠকে আমীর মাহমুদ খসরু ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিন সদস্যবিশিষ্ট মার্কিন প্রতিনিধিদল।

আফরিন আক্তার ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডিরেক্টর এলিন লাউবাকের, ইউএসএআইডির এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার।

আপনার মন্তব্য

আলোচিত