সিলেটটুডে ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৯

৩৪ শতাংশ মানুষ নিশ্চিত নয় কাকে দেবে ভোট: জরিপের ফল

দেশে এখন নির্বাচন হলে কাকে ভোট দেবে—সে বিষয়ে নিশ্চিত নয় ৩৪ শতাংশ মানুষ। আর ১১ শতাংশ বলেছে, তারা ছাত্রসমর্থিত নতুন কোনো দলকে ভোট দিতে চায়।

এই উত্তর পাওয়া গেছে মাঠপর্যায়ের জরিপ থেকে। অন্যদিকে অনলাইন জরিপে অংশ নেওয়া ৩৫ শতাংশই ছাত্রসমর্থিত নতুন কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে চায়। তবে ১১ শতাংশ এখনও নিশ্চিত নয় কাকে ভোট দেবে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশ পরিচালিত এ জরিপের ফল প্রকাশিত হয়।

‘বাংলাদেশ স্পিকস’ নামের একটি মাইক্রো-পোলিং প্ল্যাটফর্মে গত ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মাঠপর্যায়ে ও অনলাইনে এ জরিপ পরিচালিত হয়। এতে দেশের ৫০টি জেলায় মাঠপর্যায়ে ৫ হাজার ১১৫ এবং অনলাইনে ৬৪টি জেলায় ৩ হাজার ৫৮১ নমুনার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সরওয়ার জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, মাঠপর্যায়ের জরিপে দেখা গেছে বিএনপির সমর্থন বেশি, এর হার ২১ শতাংশ। এর পরে আছে জামায়াতে ইসলামী-১৪ শতাংশ। আওয়ামী লীগকে ভোট দেবে এমন কথা বলেছে ৫ শতাংশ। আর ৩৪ শতাংশ, অর্থাৎ বেশিরভাগই নিশ্চিত নয় কাকে ভোট দেবে। মাঠপর্যায় এবং অনলাইন— এ দুই জরিপেই মূলধারার রাজনৈতিক দলগুলো পিছিয়ে আছে। বিশেষ করে অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মূলধারার রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করার প্রবণতা স্পষ্ট।

অনলাইন জরিপের ফল বলছে, ৩৫ শতাংশই ছাত্রসমর্থিত নতুন কোনো রাজনৈতিক দলকে, জামায়াতকে ২৫ শতাংশ, আওয়ামী লীগকে ১০ শতাংশ এবং বিএনপিকেও ১০ শতাংশ ভোট দিতে চায়।

জরিপের ফলাফলে আরও বলা হয়, মাঠপর্যায়ে জরিপে অংশগ্রহণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণ করে দেখা গেছে, জেন-জি (১৯৯৭ থেকে ২০১২ জন্ম সাল) প্রজন্মের ৩০ শতাংশ নিশ্চিত নয় কাকে ভোট দেবে। অন্যদিকে অনলাইন জরিপে এই বয়সিদের ৩৭ শতাংশ বলেছে, তারা ছাত্রসমর্থিত কোনো দলকে বেছে নেবে।

স্বল্পআয়ের দরিদ্র জনগোষ্ঠী ও অনলাইনে সক্রিয় নয় এমন বয়স, লিঙ্গ ও পেশাভিত্তিক জনগোষ্ঠীর মধ্যে এক-তৃতীয়াংশ নিশ্চিত নয় তারা কাকে ভোট দেবে।

মাঠ জরিপ অনুযায়ী, কৃষক-শ্রমিক এবং ব্যবসায়ীদের মধ্যে বিএনপির সমর্থন বেশি। কিন্তু শিক্ষার্থী ও বেসরকারি চাকরিজীবীদের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থন কাছাকাছি। আবার অনলাইনে শিক্ষার্থী, বেকার ও বেসরকারি চাকরিজীবীদের মধ্যে জামায়াত এগিয়ে।

জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রুশাদ ফরিদী, বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত