সিলেটটুডে ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:১৯

হাসপাতাল থেকে গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী সুজন

আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাদের গ্রেপ্তার অভিযানের মধ্যে এবার আটক হলেন সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মো. সালেহউদ্দীন বলেন, যাত্রাবাড়ী থানার একটি মামলায় আমরা তাকে শ্যামলীর একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি।

নূরুল ইসলাম সুজন পঞ্চগড়-২ আসন থেকে ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০১৯ সালে রেলমন্ত্রী হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জিতে প্রথমবার সংসদ সদস্য হন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নেতা সুজন। পরে দশম ও একাদশ সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হন। ২০২৪ সালে দ্বাদশ সংসদের ভোটে জয়ী হলেও মন্ত্রিসভায় জায়গা হয়নি তার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র সুজন ডাকসুর বিজ্ঞান মিলনায়তন বিষয়ক সম্পাদক ছিলেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করার পর যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকও হয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত