সিলেটটুডে ডেস্ক

২৪ মে, ২০১৬ ১৪:৩২

এত সুন্দর জেলখানা বানাইছেন, সেখানে থাকবেন না এটা কি হয়: প্রধানমন্ত্রীকে গয়েশ্বর

"এত সুন্দর জেলখানা বানাইছেন আর আপনারা সেখানে থাকবেন না এটা কি করে হয়?"

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমন মন্তব্য করেছেন।

মঙ্গলবার (২৪ মে)  দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মুক্তি দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় গয়েশ্বর বলেন "শেখ হাসিনা যেভাবে লণ্ডভণ্ড করছেন, দুর্যোগ খুবই কাছে। আলীবাবার চল্লিশ চোররা একসঙ্গে জেলখানায় যাবেন।"

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন পালিয়ে থাকবেন না, আইনের আশ্রয়ে যান। জেলে থাকা সন্মানজনক, কিছুটা নিরাপদও। আন্দোলন সংগ্রাম যেহেতু নাই সে কারণে জেলখানায় থাকাই ভাল। পালিয়ে থাকার চেয়ে জেলে খরচ কম।

বিএনপি নেতা আসলাম চৌধুরীর মোসান সম্পৃক্ততার বিষয়ে একে  'নাটক' মন্তব্য তিনি বলেন, একের পর এক নাটক, মিথ্যা বলে বেশি দিন টিকে থাকা যায় না।

অনুষ্ঠানে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম বলেন, ক্ষমতা ছেড়ে দিলে  নিজেও বাঁচবেন না, দলও বাঁচবে না এ শঙ্কায় রয়েছেন শেখ হাসিনা। তারা ভয় পেয়ে জোর করে ক্ষমতায় থাকতে চায়। এজন্য গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে।

বিএনপি ষড়যন্ত্রের দল না, ষড়যন্ত্র করেও না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চায় না বিএনপি।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস নেতা জাহাঙ্গীর শিকদার, কণ্ঠ শিল্পী মনির খান প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত