সিলেটটুডে ডেস্ক

২৬ মে, ২০১৬ ০৮:০৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ‘নতুন বৌয়ের মতো’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যদের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার এক আলোচনা সভায় বক্তব্যে সমালোচনা করতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্যদের ‘নতুন বৌ’র সঙ্গে তুলনা করেন বিএনপি সমর্থক এই পেশাজীবী নেতা।

জাফরুল্লাহ বলেন, “বিএনপির একটা স্থায়ী কমিটি আছে, ১৯ জনের মতো সদস্য। তার মধ্যে ৫ জন হয় মারা গেছেন অথবা শারীরিকভাবে অসুস্থ। বাকি ১৪ জন। দেশের এই দুর্দিনে এই অবস্থায় সপ্তাহে একটা মিটিংও করেন না তাদের চেয়ারপারসনের সাথে।

“ইদানিং তারা একটা মিটিং করেছিলেন। আমাকে একজন রিপোর্ট করেছেন, সেখানে তারা নতুন বউয়ের মতো ঘোমটা দিয়ে বসেছিলেন শ্বাশুড়ির সামনে। এই অবস্থার পরিবর্তন না হলে আমাদের মুক্তির সংগ্রাম অনেক দূরে।”

সম্মেলন করলেও এখনও নতুন স্থায়ী কমিটি হয়নি বিএনপির। সম্মেলনের পর সম্প্রতি খালেদা জিয়া পুরনো স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক করেছিলেন।

বাংলাদেশের বর্তমান অবস্থার বিষয়ে জাফরুল্লাহ বলেন, “দেশে স্বৈরতন্ত্র আছে, এটা সবাই জানে। আমরা এক কঠিন অবস্থায় আছি। দেশের শ্বাসরুদ্ধকর অবস্থা। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কী?

“চাবিকাঠি যার কাছে, তারা ঘুমন্ত রাজকন্যা। ঘুমিয়ে আছেন।”

আপনার মন্তব্য

আলোচিত