সিলেটটুডে ডেস্ক

০৫ জুন, ২০১৬ ১৫:৪৪

প্রস্তাবিত বাজেটকে ‘স্বপ্নবিলাসী’ আখ্যা দিলেন রওশন এরশাদ

অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটকে ‘স্বপ্নবিলাসী’ আখ্যা দিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। 

রোববার দুপুরে (৫ জুন) জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এমন কথা বলেন। 

এ সময় রওশন এরশাদ বলেন, ‘স্বপ্নের ভেতর আমরা অনেক জায়গায় ঘুরে বেড়াই। কিন্তু ঘুম ভাঙলেই দেখি বিছানায় শুয়ে আছি। ‘দিন দিন আমরা বড় বড় স্বপ্ন দেখছি। বড় আকারের বাজেট দিচ্ছি। কিন্তু সেই বাজেট বাস্তবায়ন হচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘স্বপ্ন দেখতে হলে লম্বা ঘুম দরকার। আর ঘুম দিতে হলে পেটে ভাত থাকা দরকার। তাই আগে সকল মানুষের পেটে ভাত নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘বড় বাজেট দেয়ার মধ্যে কৃতিত্ব নেই। বাজেট বাস্তবায়ন করতে পারাই বড় কথা। চলতি অর্থ বছরের মতো আগামী বছরেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে। তাই আগে থেকে বাজেট বাস্তবায়নের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।’

দেশে বিনিয়োগ নেই দাবি করে বিরোধী দলীয় নেতা বলেন, ‘দেশি-বিদেশি কেউ বিনিয়োগ করছে না। বিনিয়োগে আস্থা পাচ্ছে না। সবাই হাত গুটিয়ে বসে আছে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘আমাদের বিনিয়োগ বোর্ড গতিশীল নয়। বিনিয়োগ বোর্ড বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারছে না। সেখানে একজন দক্ষ লোক দরকার। আমি প্রস্তাব করেছিলাম সেখানে পরিকল্পনামন্ত্রীকে দায়িত্ব দেয়া হোক।’

বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত