সিলেটটুডে ডেস্ক

১২ জুলাই, ২০১৬ ১৬:২৩

প্যারোলে মুক্ত লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১২ জুলাই)  ভোরে বাবরের মা জোবাইদা রহমান চিকিৎসাধীন অবস্থায় অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। মাকে শেষ দেখা ও জানাজায় অংশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়। বাবরের আবেদন গ্রহণ করে মানবিক বিবেচনায় তাকে সাময়িক এই মুক্তি দেয়া হয়।

বাবরের প্যারোলে মুক্তির বিষয়টি  বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

তিনি জানান,  সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল থেকে মরহুমার মরদেহ ছেলে বাবরের গুলশানের বাসায় নেয়া হয়। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে স্বামীর পাশে দাফন করা হবে।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় হত্যা মামলা এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায়ও তার নাম রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত