সিলেটটুডে ডেস্ক

০১ আগস্ট, ২০১৬ ১৬:৫১

বন্যার্তদের পাশে দাঁড়াতে সিপিবির আহবান, সহায়তা কামনা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেশে বন্যা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বন্যার্তদের জন্য সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন।

দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বন্যাকবলিত এলাকাগুলোতে গিয়ে মানুষকে বাঁচাতে সিপিবি’র নেতাকর্মীদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তারা।

বিবৃতিতে তারা বলেন, দেশব্যাপী বন্যা ছড়িয়ে পড়ছে। বন্যায় এ পর্যন্ত ১৪ জন মানুষ মারা গেছেন। ত্রাণের অভাবে বন্যার্ত মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। বন্যার্ত মানুষের জন্য সরকারিভাবে যে বরাদ্দ দেয়া হয়েছে, তা একেবারেই অপ্রতুল।

বিবৃতিতে সিপিবি’র সহায়তা তহবিলে সহায়তা পাঠানোর জন্য সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সহায়তা পাঠানোর ঠিকানা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়, মুক্তিভবন-৬ষ্ঠ তলা, ২ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন : ৯৫৫৮৬১২, ৯৫৮২৪৮৩, মোবাইল : ০১৭১১৪৩৮১৮১।

অথবা
সিপিবি সহায়তা তহবিল, হিসাব নম্বর : ১১০৮৬২, জনতা ব্যাংক লিমিটেড, পুরানা পল্টন শাখা, ঢাকা। অথবা বিকাশ নম্বর : ০১৭২০০২২৩৩০।

আপনার মন্তব্য

আলোচিত