সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০১৬ ০৩:০৯

সুবিদ আলীর বক্তব্যে সরকার পতনের ইঙ্গিত দেখছে বিএনপি

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র এম এ মান্নান মুক্তি পরিষদের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগ সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার বক্তব্যে 'সরকার পতনের'  ইঙ্গিত বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, 'আওয়ামী লীগের সংসদ সদস্য বলতে বাধ্য হয়েছেন, জিয়াউর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। অনেকে বলেন, এই এমপির হয়ত মুখ দিয়ে হঠাৎ সত্যিকথা বের হয়ে গেছে। নিশ্চয় তিনি এ কথা মনে মনে বিশ্বাস করেন। সেজন্য এটা হঠাৎ করে  বের হয়ে  গেছে। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। তাই এদের মধ্য থেকে এমন সব ঘটনা ঘটবে। যার ভারে এই সরকারের পতন অনিবার্য।'

শনিবার (২০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির এ নেতা তার কুমিল্লার দাউদকান্দি নির্বাচনী এলাকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য সুবিদ আলীর বক্তব্যের দিকে ইঙ্গিত করে বলেন, 'এইতো শুরু হয়েছে। যার ভারে সরকার নিজেরাই নিজেদের পতন ঘটাবে।'

খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও সুবিদ আলী দাউদকান্দিতে ড. খন্দকার  মোশাররফের কারণে বিএনপিতে সুবিধা হবে না বুঝে আওয়ামী লীগে যোগ দেন বলে আওয়ামী লীগ ও বিএনপির সমালোচকরা বলেন।

কারাবন্দি বিএনপি নেতাদের মুক্ত করতে আন্দোলনে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে ড. মোশাররফ হোসেন বলেন, 'এই ধরনের ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকলে বিরোধী দলকে নির্যাতিত হতে হয়। তবে এই কর্তৃত্ববাদী সরকার বেশিদিন আর টিকে থাকতে পারবে না।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব এম আবদুল্লাহ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত