সিলেটটুডে ডেস্ক

২৯ আগস্ট, ২০১৬ ১৩:৩৫

কবি শহীদ কাদরীর মৃত্যুতে ফখরুলের শোক

যুক্তরাষ্ট্র প্রবাসী একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের অন্যতম কবি শহীদ কাদরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

ফখরুল বলেন, কবি শহীদ কাদরীর কবিতায় মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, স্বদেশ প্রেম এবং মানবিকবোধের সম্মিলন ঘটেছে। তার মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান কবিকে হারালো যার অভাব সহজে পূরণ হবার নয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ কাদরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, রোববার (২৮ আগস্ট) সকালে লং আইল্যান্ড এলাকার নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ কাদরী। 

কবি শহীদ কাদরীর জন্ম ১৯৪২ সালের ১৪ আগস্ট। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোনো ক্রন্দন নেই ও আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৯)।

আপনার মন্তব্য

আলোচিত