সিলেটটুডে ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৩

কাসেমের দণ্ডে জামায়াতের আধাবেলা হরতালের ডাক

শীর্ষ যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির দণ্ডাদেশ কার্যকরের প্রতিবাদে আধাবেলা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে সব ধরনের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে মীর কাসেম আলীকে শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়।  

শনিবার রাতে জামায়াতের ইমেইল থেকে আসা এক বিবৃতিতে ৫ সেপ্টেম্বর সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতালের ঘোষণা দেওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।  

মীর কাসেমের ফাঁসিকে ‘পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় দণ্ডিত করে সরকার কর্তৃক ফাঁসিকাষ্ঠে ঝুঁলিয়ে হত্যা’ করেছে বলে দাবি করে জামায়াত। তাদের দাবি, ‘সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার যে ষড়যন্ত্র করছে, তারই অংশ হিসেবে মীর কাসেম আলীকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে 'হত্যা করা হয়েছে।’

জামায়াত নেতার ভাষ্য, ‘কাসেমের প্রতি ফোঁটা রক্তের বদৌলতে এ দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যক্রম আরেক ধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ এবং গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন আরও মজবুত ও দৃঢ় ভিত্তি লাভ করবে।’

আপনার মন্তব্য

আলোচিত