সিলেটটুডে ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৭

৫ মামলায় রিজভীর জামিন

নাশকতার ৫ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিনের আবেদনের শুনানি শেষে বুধবার (০৭ সেপ্টেম্বর) তা মঞ্জুর করেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। 

তবে আরও একটি মামলা থাকায় এখনই জামিনে মুক্তি পাচ্ছেন না তিনি।

রিজভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। সঙ্গে ছিলেন সগির হোসেন লিয়ন।

গত ১৮ আগস্ট ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে ওই ৫ মামলায় জামিনের আবেদন জানান রিজভী। আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। সেদিন থেকেই কারাগারে বন্দি আছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত