সিলেটটুডে ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৬ ১৭:৫৮

কাশিমপুর কারাগার থেকে রিজভী মুক্ত

জামিন লাভের পর গাজীপুরের কাশিমপুরের কারাগার থেকে মুক্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব  রুহুল কবির রিজভী।

বুধবার (১৯ অক্টোবর)  বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাশির আহমেদ জানান, মঙ্গলবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে যাচাই-বাছাই শেষে বিকেল সোয়া ৫টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। এ বছরের ২৯ আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির জানান, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. রুহুল কবির রিজভীকে কারাফটকে স্বাগত জানাতে সকাল থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়।

কারাফটকে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবীর খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর নেওয়াজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত