নিউজ ডেস্ক

১০ এপ্রিল, ২০১৫ ১৯:০৭

ফাঁসি নিয়ে জাতিসংঘ-ইইউ বলার কে; নৌমন্ত্রী শাজাহান

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানানোয় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তীব্র সমালোচনা করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।   তিনি বলেছেন, যেখানে বিএনপিও ফাঁসি নিয়ে কোনো কথা বলছে না সেখানে জাতিসংঘ-ইইউ এ নিয়ে কথা বলার কে?

আজ শুক্রবার সকালে মাদারীপুর ইকো পার্কের নির্মাণকাজের অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, আমাদের দেশের বিচার হবে আমার দেশের আইন অনুসারে। তাদের কথায় হবে না।

শাজাহান খান বলেন, সড়ক-মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনা কমাতে এ বছরই ২০০ বাঁক সোজা করা হবে।

জেলার গ্রইন এলাকায় ইকো পার্কটি পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক (ডিসি) জি এস এম জাফর উল্লাহ, পুলিশ সুপার (এসপি) খোন্দকার ফরিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ কমান্ডের কমান্ডার শাহজাহান হাওলাদার।

 

 

আপনার মন্তব্য

আলোচিত