ডেস্ক রিপোর্ট

১৩ এপ্রিল, ২০১৫ ০১:৫৭

আওয়ামী তৃণমূল লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে আলহাজ্ব নাজমুল ইসলাম লিটন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব শহিদুল হক চৌধুরী রানাকে নির্বাচিত করা হয়।

শনিবার সকালে রাজধানীর ঢাকা জাতীয় শিশু কল্যাণ পরিষদ, তোপখানা রোডে দলের বিশেষ এক কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে সভাপতিত্ব করেন কাজী মোঃ নূর আলম (সাবু)। এর আগে পূর্ববর্তী মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটি বাতিল করা হয়। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু ও তৃণমূল লীগের উপদেষ্টা আলহাজ্জ্ব নাজমুল ইসলাম লিটন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলিম সরকার, কাজী মোঃ নূর আলম (সাবু) আতাউর রহমান, ইঞ্জিঃ কামাল হোসেন ও সাংগাঠনিক সম্পাদক আ ফ ম ফারুক হোসেন পাটোয়ারী, আজিজ রহমান আজিজ, নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম সজিব, অর্থ সম্পাদক এ কে এম জহিরুল নিশাদ আবেদিন রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার রীনা, সহ মহিলা বিষয়ক সম্পাদক নারগিস আক্তার, আইন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ আবুল কালাম আজাদ, সহ আইন বিষয়ক সম্পাদক এড. রফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক তাপস দেব, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ কাউন্সিলের আগে আওয়ামী তৃণমূল লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়জুল ইসলাম সেলিম, আলীম সরকার, আতাউর রহমান, আজিজুর রহমান আজিজ, কামরুন নাহার রিনা, নারগিস আক্তার সহ আরো অনেকে।

বর্ধিতসভা ও কাউন্সিলটি পরিচালনা করেন নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম সজিব।

আপনার মন্তব্য

আলোচিত