সিলেটটুডে ডেস্ক

১৮ ফেব্রুয়ারি , ২০১৭ ১৩:৫৮

আদালতে দোষী প্রমাণিত হলে খালেদা জিয়ার শাস্তি হবেই : প্রধানমন্ত্রী

‘খালেদা জিয়াকে জেলে পাঠালে এদেশে কোনো নির্বাচন হবে না’ বিএনপির এমন হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আদালতে দোষী প্রমাণিত হলে খালেদা জিয়ার শাস্তি হবেই।

জার্মানির মিউনিখে শুক্রবার আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘যদি সত্যি কোর্টের কাছে এভিডেন্স থাকে চুরি করেছে, তাহলে শাস্তি হবে। সেজন্য তারা ইলেকশনই হতে দেবে না। একটা চোর…এতিমের টাকা যে চুরি করে খায় তাকে রক্ষার জন্য ইলেকশন হতে দেবে না। কতো আবদারের কথা, কতো আহ্লাদের কথা! এতো আহ্লাদ যখন, তখন গরিব মানুষের টাকা কয়টা দিয়ে দিলেই হত।’

প্রসঙ্গত, ২০০১-২০০৬ মেয়াদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির দুই মামলা এখন বিচারের শেষ পর্যায়ে। জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্টের টাকা আত্মাসাতের অভিযোগে দুদকের করা মামলা দুটি চলছে ঢাকার বিশেষ জজ আদালতে। সম্প্রতি আদালত পরিবর্তন ও বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদনও করেছেন বেগম জিয়া।

আপনার মন্তব্য

আলোচিত