সিলেটটুডে ডেস্ক

২০ মার্চ, ২০১৭ ১৭:০৭

র‌্যাব হেফাজতে হানিফ কীভাবে মারা যায় : স্বরাষ্ট্রমন্ত্রীকে মির্জা ফখরুল

সম্প্রতি রাজধানীর আশকোনায় আত্মঘাতী বোমা হামলায় সন্দেহজনক ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে ব্যাখ্যা দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, র‌্যাবের হেফাজতে থাকা অবস্থায়  কীভাবে হানিফ মৃধা মারা গেলেন। এ সময় মৃত্যুর বিষয়ে সত্য উদঘাটনেরও দাবিও জানান তিনি

সোমবার (২০ মার্চ) রাজধানীর সেগুনবাগিচার রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এক আলোচনা সভায় তিনি এ ব্যাখ্যা চান।

'স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়ার ভূমিকা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক' আলোচনা সভার আয়োজক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

তিনি বলেন, 'হানিফ মৃধার পরিবারের দাবি- ডিবি পরিচয়ে কয়েকজন লোক গত ২৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।'

আর অন্যদিকে র‌্যাব দাবি করেছে, আশকোনায় র‌্যাবের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলার দিন সন্দেহভাজন হিসেবে হানিফকে আটক করা হয়। বুকে ব্যথা অনুভবের পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, 'পরিবার ও র‌্যারের বক্তব্যের মধ্যে কোনটি সত্য? আমরা কার কথা বিশ্বাস করব? পরিবারের দাবি সত্য হলে আমরা কোন দেশে বাস করছি, ভাবতে গা শিউরে ওঠে। আশা করছি, স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে বিষয়টি পরিষ্কার করবেন।'

ফখরুল আরো বলেন, ‘আমরা আশঙ্কা করছি, যে কোনো সময় যে কোন কাউকে তুলে নিয়ে যাবে এবং জঙ্গিবাদের সঙ্গে জড়িতের অভিযোগে হত্যা করা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মধ্যে জঙ্গিবাদের লেশমাত্র নেই। সরকার আজকে বিভাজন তৈরি করছে। রাজনৈতিক উদ্দেশ চরিতার্থ করতে জঙ্গিবাদকে ব্যবহার করছে। প্রকৃত রহস্য উদঘাটন করতে তারা আন্তরিক নয়। এরা গভীর খেলায় মেতেছে। সেই খেলা দেশকে কোথায় নিয়ে যাবে তা আমরা জানি না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ইতোমধ্যে বাংলাদেশকে জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে জঙ্গিবাদ একটি ভয়ঙ্কর সমস্যা। যদি আমরা ঐক্যবদ্ধভাবে এর সমধান না করি। তাহলে বাংলাদেশে কোন দিকে যাবে, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়ারে মতো ভাগ্য বরণ করতে হয় কিনা জানি না।’

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের সময় রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে হামলাকারী যুবক নিহত এবং দুই র‌্যাব সদস্য আহত হন।

র‌্যাবের ভাষ্যে, এ ঘটনার পর আশকোনা থেকে সন্দেহভাজন হিসেবে আটক হানিফ মৃধা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত