সিলেটটুডে ডেস্ক

১৬ জুলাই, ২০১৭ ০০:৪১

সিপিবি, বাসদ ও বামমোর্চার ‘বিকল্প শক্তি’ আসছে

রাজনীতিতে বিকল্প শক্তি গড়তে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) দুপুরে মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ ও লুটপাটতন্ত্র থেকে দেশকে বাঁচাতে মুক্তিযুদ্ধের ধারায় দেশকে অগ্রসর করতে রাজনীতিতে বিকল্প শক্তি গড়ে তুলতে ঐক্যবদ্ধ কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ঐক্যবদ্ধ দাবিনামা ও কর্মসূচি চূড়ান্ত করতে একটি খসড়া কর্মসূচি প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতসহ জনজীবনের সংকট দূর করার দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় ঐক্যবদ্ধ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আওয়ামী লীগ ও বিএনপি জোট এর দ্বি-দলীয় ধারার বিপরীতে বাম গণতান্ত্রিক শক্তির বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার অন্য বাম প্রগতিশীল দল, সংগঠন ও ব্যক্তিদেরকে শামিল হওয়ার আহবান জানানো হয়।

সভায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধাটন সসম্পাদক মোশরেফা মিশু, গন সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন নান্নু, সমাজতান্ত্রিক দলের হামিদুল হক, সিপিবি’র সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার, বাসদের রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের আব্দুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কাস পার্টির বহ্নি শিখা জামালী, আকবর খান উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত