সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৭ ২১:০৫

ভাতিজাকে দল থেকে বহিষ্কার করলেন এরশাদ

নির্দেশ অমান্য করে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় ভাতিজা আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আসিফকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পার্টির কোনো সদস্য আসিফ শাহরিয়ারের পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করলে তাকেও জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান দলের গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জাপা সূত্রে জানা গেছে।

জাপা মহাস‌চিব রুহুল আমীন হাওলাদার ব‌লেন, 'চেয়ারম্যান সাহেবের আ‌দেশ অমান্য ক‌রায় তা‌কে দল থে‌কে বহিষ্কার করা হয়েছে। তিনি নির্বাচন কর‌লে এটা তার ব্য‌ক্তিগত বিষয়। কিন্তু যে‌হেতু তিনি এক‌টি দ‌লের শৃঙ্খলা ভঙ্গ করে‌ছে, তাই তা‌কে ব‌হিষ্কার করা হ‌য়।'

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে দ্বিতীয়বারের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজার রহমান মোস্তফা। বিদ্রোহী হিসেবে প্রার্থী হয়েছেন এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার। এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী রয়েছেন, তাদের কোনো বিদ্রোহী নেই।

আপনার মন্তব্য

আলোচিত