সিলেটটুডে ডেস্ক

২৪ জানুয়ারি, ২০১৮ ২১:৪৫

১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন

আগামী ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। এছাড়া বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সিইসি এতথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার বুধবার বিকাল ৩টায় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে যান।

এ সময় সিইসির সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইসির ভারপ্রাপ্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

সিইসি বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৮ জন। সংসদ সদস্য ৩৫০ জন হলেও মৃত্যুজনিত কারণে দুটি আসন শূন্য রয়েছে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আইনগত বাধ্যবাধকতার একটা অংশ হিসেবে আমরা স্পিকারের সঙ্গে দেখা করেছি। রাষ্ট্রপতি নির্বাচনে আইনগতভাবে স্পিকারের কিছু নির্দেশনা থাকে, সেটা নিয়েছি।’

এখনো নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল কমিশন বৈঠকে তফসিল চূড়ান্ত করে বিকেল ৩টায় তা ঘোষণা করা হবে এবং এটা সংসদ সচিবালয়কে জানিয়ে দেয়া হবে।

সাক্ষাতের বিষয়ে স্পিকার সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে আমার কাছে সিইসির সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সে হিসেবে আজ বৈঠক হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আমাকে জানানো হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। ইসি সচিবালয় থেকে আমাদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা চাওয়া হয়েছিল। আমরা তা সরবরাহ করেছি।’

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ এপ্রিল শেষ হবে। আর সংবিধান অনুযায়ী মেয়াদ অবসানে পূর্ববর্তী ৯০ হতে ৬০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত