নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:০৮

সিলেটের ১৯ আসন ও সিটি মেয়র প্রার্থী ঘোষণা করলো ইসলামী আন্দোলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯ আসনের জন্য নিজেদের প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। একই সঙ্গে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের জন্যও প্রার্থী ঘোষণা করেছে দলটি।

বুধবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে ইসলামী আন্দোলনের সমাবেশে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। এসময় প্রার্থীদের সাথে পরিচয়ও করিয়ে দেন তিনি।

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মেয়র পদপ্রার্থী হিসেবে প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন খানকে পরিচয় করিয়ে দেন রেজাউল করীম।

এছাড়াও তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তারা হচ্ছেন- সিলেট-১ ও ২ আসনে প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন খান, সিলেট-৩ আসনে এম.এ মতিন বাদশা, সিলেট-৪ আসনে হানিফ খন্দকার, সিলেট-৫ আসনে নজির আহমদ, সিলেট-৬ আসনে আজমল হোসেন, সুনামগঞ্জ-১ আসনে মুফতি মোঃ ফখর উদ্দিন, সুনামগঞ্জ-২ আসনে মাওলানা আব্দুল হাই, সুনামগঞ্জ-৩ আসনে কারী মুহিব্বুল হক আজাদ, সুনামগঞ্জ-৪ আসনে আব্দুল গফুর, সুনামগঞ্জ-৫ আসনে মাওলানা হুসাইন আল হারুন, মৌলভীবাজার-১ আসনে মোঃ গিয়াস উদ্দিন,

মৌলভীবাজার-২ আসনে হাফিজ মশিউর রহমান, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা আব্দুল মতিন, হবিগঞ্জ-১ আসনে মোঃ আব্দুল হান্নান, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবুল জামাল মশহুদ হাসান, হবিগঞ্জ-৩ আসনে মহিব উদ্দিন আহমদ সোহেল, হবিগঞ্জ-৪ আসনে মোঃ কামাল উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত