সিলেটটুডে ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১১:০৮

খালেদার মুক্তির দাবিতে বিএনপির অনশন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনশন করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন শুরু করেন নেতাকর্মীরা। বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

অনশনে অংশ নিতে সকাল ৯টা থেকেই নেতাকর্মীরা দলে দলে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও আমি খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে অনশন শুরু হয়।

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজারের বিশেষ আদালত। এর পর তাকে আদালতের পাশে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে নিয়ে যাওয়া হয়।

এদিকে আদালত থেকে ফিরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে এ রায়ের প্রতিবাদে শুক্র ও শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর পর শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে সোমবার সারা দেশে মানববন্ধন ও মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালিত হয়।

এর পর আজ বুধবার সকাল থেকে ঢাকাসহ সারা দেশের জেলা-মহানগর ও থানা-উপজেলায় অনশন কর্মসূচি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত