সিলেটটুডে ডেস্ক

১১ জুলাই, ২০১৫ ২২:০১

মুখ খুললেন সৈয়দ আশরাফ : আমার রক্তে বেঈমানি নেই

‘লাভের জন্য আমি রাজনীতি করি না। আমার বাবাও বঙ্গবন্ধুর সাথে বেঈমানি করেননি। বেঈমানি না করে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন। আমার শরীরেও সেই রক্ত।’

শনিবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ হোসেনপুর সমিতির এক ইফতার পার্টিতে এমন মন্তব্য করেছেন সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রনালয় হারানো সৈয়দ আশরাফুল ইসলাম।

মন্ত্রনালয় হারানোর পর নানা জল্পনা কল্পনার মধ্যে অবশেষে আজ মুখ খুলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

আশরাফ বলেন, “আমার পিতা বঙ্গবন্ধুর সঙ্গে বেঈমানি করেন নাই। আমি মন্ত্রী হই বা না হই, রাজনীতি করি বা না করি।'

এসময় রাজনীতিতে নিজের ভূমিকা অব্যাহত রাখার কথা জানান সৈয়দ আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে গ্রেপ্তারের পর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী ও প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের বন্দি হওয়ার প্রেক্ষাপটে দলে সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন।

২০০৯ সালের জানুয়ারিতে শেখ হাসিনার সরকারে স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে শপথ নেন আশরাফ।

বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে আশরাফকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত