নিউজ ডেস্ক

১২ জুলাই, ২০১৫ ১৫:৩০

২৮তম সম্মেলন: কেন্দ্রীয় ছাত্রলীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

ছাত্রলীগের ২৮তম সম্মেলন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ এ কার্যক্রম উদ্বোধন করলে পদ প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন।

এ সময় অন্যানের মধ্যে নির্বাচন কমিশন উপ-কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছাত্রলীগের সহ-সভাপতি সুমন কুন্ডু, নির্বাচন কমিশনার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও দফতর সম্পাদক শেখ রাসেল উপস্থিত ছিলেন।

প্রথম দিন দুপুর পর্যন্ত ১২জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সভাপতি পদে ৭জন ও সাধারণ সম্পাদক পদে বাকি ৫জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য উর্মিলা ঢালী, উপ-প্রচার সম্পাদক গোলাম রসুল বিপ্লব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট তালুকদার মোহাম্মদ মহসীন জঙ্গনাথ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন রাসেল, সাবের মাহমুদ রিফাত, কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান সোহেল এবং ঢাকা মহানগর উত্তরের ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান।

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক আহসান হাবিব রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন সুমন, কবি নজরুল কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব হাসান সোহেল ও মহানগর উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম সাইফুল ইসলাম সোহাগ।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী প্রার্থীরা আগামী ১৫ জুলাই বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিতে পারবেন।

আগামী ২৫ ও ২৬ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আপনার মন্তব্য

আলোচিত