নিউজ ডেস্ক

২১ জুলাই, ২০১৫ ০২:৩৪

কর্নেল আবু তাহেরের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

কর্নেল আবু তাহের বীর উত্তমের ফাঁসির ৩৯তম বার্ষিকী আজ। মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের কমান্ডার কর্নেল তাহেরকে ১৯৭৬ সালের এই দিনে এক সামরিক ট্রাইব্যুনালের রায়ে ফাঁসি দেওয়া হয়। কর্নেল তাহের সংসদ দিনটিকে ‘তাহের দিবস’ হিসেবে পালন করে।

আবু তাহের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের কোয়েটা স্টাফ কলেজে প্রশিক্ষণরত তাহের পাকিস্তানি বাহিনীর গণহত্যার প্রতিবাদে কলেজ ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৫ সালের আগস্ট মাসে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর একের পর এক সামরিক অভ্যুত্থানের সময় তাহের ওই বছরের ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লব সংঘটিত করেন।

তবে ২০১১ সালের ২২ মার্চ বিশেষ সামরিক ট্রাইব্যুনালে কর্নেল আবু তাহের ও তাঁর সঙ্গীদের এই গোপন বিচার অবৈধ ও বেআইনি ঘোষণা করেন হাইকোর্টের একটি বেঞ্চ।

দিনটি স্মরণ করে বিভিন্ন বাম সংগঠন এবং কর্নেল তাহের সংসদ আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী পালন করবে।  

আপনার মন্তব্য

আলোচিত