সিলেটটুডে ডেস্ক

০২ আগস্ট, ২০১৫ ১১:৩৮

শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে খোলা ফেসবুক পেজ বন্ধের অনুরোধ

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্যদের এবং বাংলাদেশ আওয়ামী লীগের নামে খোলা পেজগুলো বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক `বিশেষ ঘোষণা'য় অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে কয়েকটি ফেসবুক পেজের লিংক উল্লেখ করে সেগুলো 'আনপাবলিশড' করতেও বলা হয়।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির কোনো ফেইসবুক পেইজ নেই।

তবে প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ভেরিফায়েড ফেইসবুক পেজ রয়েছে এবং বিভিন্ন সময়ে তিনি তাতে স্ট্যাটাস দিয়ে থাকেন।

এছাড়া আওয়ামী লীগের ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকেও বিভিন্ন সময়ে দলীয় অবস্থান বা তথ্য প্রকাশ করা হয়।

শনিবার দিবাগত রাত রবিবার (২ আগস্ট, সময় ১২:০২) `বিশেষ ঘোষণা'য় বলা হয়, “কিছু কিছু ফেইসবুক পেইজ বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে নানাবিধ বিভ্রান্তিমূলক আপডেট ও খবর প্রকাশ করছে।”

ওই পেজগুলো শেখ হাসিনা, শেখ রেহানা, পুতুল এবং ববি পরিচালনা করেন না বলেও ঘোষণায় জাননো হয়।

“অনেক পেইজের বিবরণে আবার অ্যাডমিনরা লিখছেন ‘এই পেইজ অফিসিয়াল’ কিংবা তাদের ‘তত্ত্বাবধায়নে পরিচালিত’; এই তথ্য সম্পূর্ণ বানোয়াট।

“তাই এই সকল পেইজের অ্যাডমিনদের বিনীত অনুরোধ করা হচ্ছে, পেইজগুলো 'Unpublished' করার জন্য”

ফেসবুকে উদাহরণ হিসেবে নয়টি পেজকে বিভ্রান্তিকর উল্লেখ করে সেগুলোর লিংক শেয়ার করা হয়। সেগুলো হলো:

1.Saima wazed Putul - সায়মা ওয়াজেদ পুতুল
Link: https://www.facebook.com/Saima.Wazed.Putul.2013 
2.Sheikh Hasina - শেখ হাসিনা
Link: https://www.facebook.com/Joy.Banglaaa
3.Sheikh Hasina 
Link: https://www.facebook.com/pages/Sheikh-Hasina/109412772417598 
4. Sheikh Rehana
Link: https://www.facebook.com/pages/Sheikh-Rehana/613977472007738
5. Sheikh Rehana
Link: https://www.facebook.com/pages/Sheikh-Rehana/272307469617552
6. Bongobondhu Sheikh Mujibur Rahman
Link: https://www.facebook.com/bongobondhu 
7. Radwan Mujib Siddiq Bobby
Link: https://www.facebook.com/rmsiddiqbobby 
8. Bangladesh Awami League - বাংলাদেশ আওয়ামী লীগ
Link: https://www.facebook.com/Bangladesh.Awami.League.JoyBangla
9. Bangladesh Awami League
Link: https://www.facebook.com/awamileague.bd

আপনার মন্তব্য

আলোচিত