সিলেটটুডে ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৫ ১২:৩৫

গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই সাকাপুত্র হুম্মামের জামিন

গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে মারামারির এক মামলায় জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।

সাত বছর আগের এই মামলায় হুম্মামের জামিন আবেদনের শুনানি করে ঢাকার চতুর্থ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম রোববার তা মঞ্জুর করেন।

আদালতে হুমামের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ।

২০০৮ সালের জুলাই মাসে ধানমণ্ডি থানায় দায়ের করা এই মামলা বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

শনিবার সকালে ধানমণ্ডির বাসা থেকে ওই মামলায় হুম্মামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

হুম্মামের বিরুদ্ধে তার বাবা সালাউদ্দিন কাদেরের যুদ্ধাপরাধের রায় ফাঁসের মামলাও রয়েছে। ওই মামলায় তার মা ফারহাত কাদের চৌধুরীও অভিযোগপত্রভুক্ত আসামি।

ওই যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায়ে গত ২৯ জুলাই আপিল বিভাগ সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড বহাল রাখে। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে তার ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

আপনার মন্তব্য

আলোচিত