সিলেটটুডে ডেস্ক

০১ ফেব্রুয়ারি , ২০২০ ১১:৩০

এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ তাবিথের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী তাবিথ আওয়াল অভিযোগ করে বলেছেন কয়েকটি কেন্দ্রে বিএনপির এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।

শনিবার সকাল ৮টার পর গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ তোলেন। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যেরা ছিলেন। এ ছাড়া ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ফারুক হোসাইন ভূঁইয়া তাবিথের সঙ্গে ছিলেন। ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তাবিথ বলেন, ‘অবস্থা দেখে মনে হয়, আমরা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি না। কয়েকটি কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখনই কোনো কেন্দ্রে অনিয়মের খবর পাচ্ছি সঙ্গে সঙ্গে সেসব তথ্য নির্বাচন কমিশনে পাঠিয়ে দিচ্ছি।

বিএনপি মেয়রপ্রার্থী বলেন, ‘সরকারি মহলের উদ্দেশ্য আগে থেকেই জানতাম। নির্বাচন কমিশনকে (ইসি) অভিযোগ জানাচ্ছি। আশা করছি ইসি দায়িত্বশীল পদক্ষেপ নেবে। আমরা হাল ছাড়ছি না। মনোবল ভাঙছি না।’

আপনার মন্তব্য

আলোচিত